মেক্সিকো সিটি, ১৪ অক্টোবর (হি. স.) : মেক্সিকোতে টানা বৃষ্টিপাতের ফলে ব্যাপক বিপর্যয়। সোমবার ফেডারেল সরকার দুর্যোগের বিবরণ প্রকাশ করেছে।
জানা গেছে, গত সপ্তাহে মেক্সিকোতে বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ৬৪ জন মারা গেছেন। এখনও ৬৫ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউমের সংবাদিক সম্মেলনে জাতীয় নাগরিক প্রতিরক্ষা প্রধান লরা ভেলাজকুয়েজ বলেন, অত্যন্ত ভারী বৃষ্টিপাতে চারটি রাজ্যে মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমধ্যম সূত্রে জানা গেছে, লরা ভেলাজকুয়েজ জানিয়েছেন যে, ভেরাক্রুজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য, যেখানে ২৯ জন নিহত এবং ১৮ জন নিখোঁজ। হিডালগোতে ২১ জন নিহত এবং ৪৩ জন নিখোঁজ। এছাড়াও, পুয়েবলায় ১৩ জন নিহত এবং চারজন নিখোঁজ। কুয়েরেতারোতে ভূমিধসে একজন ব্যক্তি এবং ছয় বছরের একটি ছেলে নিহত হয়েছে।
ভেলাজকুয়েজ বলেন, ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে চারটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি রাজ্যে নদী উপচে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। ভেরাক্রুজ, হিডালগো, পুয়েবলা, কুয়েরেতারো এবং সান লুইস পোটোসির বেশ কয়েকটি এলাকা বন্যার কবলে পড়েছে। ফেডারেল পরিকাঠামো, যোগাযোগ ও পরিবহন মন্ত্রী জেসুস আন্তোনিও এস্তেভা মেডিনা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসের ফলে ১৩২টি ফেডারেল জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। শাইনবাউম জানিয়েছেন যে এই দুটি ব্লক বাদে বাকি সবগুলি সরিয়ে নেওয়া হয়েছে।
ফেডারেল বিদ্যুৎ কমিশনের পরিচালক এমিলিয়া এস্থার ক্যালেজা আলোর জানিয়েছেন, বন্যা কবলিত রাজ্যগুলিতে প্রায় ২,৬৩,০০০ গ্রাহক বিদ্যুৎ পরিষেবা থেকে বিঘ্নিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন যে ভেরাক্রুজ, হিডালগো, পুয়েবলা, কুয়েরেতারো এবং সান লুইস পোটোসিতে মেক্সিকান সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ডের ৭,৩৪৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি