বালি পাচার মামলার তদন্তে ইডি, আসানসোল ও কলকাতায় তল্লাশি
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): বালিপাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, আসানসোলের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকেরা। তল্লাশি চলছে ঝাড়গ্রামের লালগড় এবং গোপীবল্লভপুরেও। আসানসোলের মুরগাশোল এলাকায় মণীশ ব
তদন্তে ইডি


কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): বালিপাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, আসানসোলের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকেরা। তল্লাশি চলছে ঝাড়গ্রামের লালগড় এবং গোপীবল্লভপুরেও। আসানসোলের মুরগাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই মণীশ বালির কারবারের সঙ্গে যুক্ত। কলকাতা থেকে শুরু করে জেলার একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে চলছে ইডি-র তল্লাশি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বালি পাচারের সঙ্গে এই তল্লাশি সম্পর্কযুক্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande