মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনা : ট্রাক ও ট্র্যাক্টর-ট্রলি উল্টে নিহত মহারাষ্ট্রের তিন কৃষক
পান্ধুরনা, ১৬ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের পাঁধুরণা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের পান্ধুরনা জেলার বড়চিচোলি ফাঁড়ি এলাকার হিভরা ফোরলেন হাইওয়েতে বুধবার রাতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। একটি ট্রাক সামনে চলা একটি ট্র্যাক্টর-ট্রলিকে ধাক্কা মারায় নিয়ন্ত্রণ
মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনা : ট্রাক ও ট্র্যাক্টর-ট্রলি উল্টে নিহত মহারাষ্ট্রের তিন কৃষক


পান্ধুরনা, ১৬ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের পাঁধুরণা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের পান্ধুরনা জেলার বড়চিচোলি ফাঁড়ি এলাকার হিভরা ফোরলেন হাইওয়েতে বুধবার রাতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। একটি ট্রাক সামনে চলা একটি ট্র্যাক্টর-ট্রলিকে ধাক্কা মারায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে পড়ে। ঘটনায় ট্রলির নিচে চাপা পড়ে মারা যান মহারাষ্ট্রের তিন কৃষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে , মহারাষ্ট্রের খুরসাপার গ্রামের কৃষক বিবেক কুবড়ে বুধবার দুপুরে নিজের ট্র্যাক্টর মেরামত করাতে পান্ধুরনা এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই কৃষক সন্দীপ পাটে ও অশোক কালে। রাতে ট্র্যাক্টর মেরামত শেষ করে তিনজনই গ্রামে ফিরছিলেন। হিভরা হাইওয়ের মোড়ে পৌঁছনোর সময় ট্রাকটি সজোরে ধাক্কা মারে ট্র্যাক্টর-ট্রলিকে। সংঘর্ষের ট্রলিটি উল্টে গিয়ে ট্র্যাক্টরের ওপর পড়ে যায় এবং তিনজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত তিনজনই খুরসাপার গ্রামের বাসিন্দা। তাঁদের পরিচয় বিবেক কুবড়ে (৪০), সন্দীপ পাটে (৩৬) ও অশোক কালে (৬০) হিসেবে শনাক্ত করা হয়েছে। বিবেক কুবড়ে নিজের ট্র্যাক্টর সারাতে পান্ধুরনায় এসেছিলেন, সন্দীপ মোটর পাম্প এবং অশোক পাইপ কিনতে এসেছিলেন বলে জানা গেছে। ফেরার পথে তাঁদের এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande