মণিপুরে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে গ্রেফতার পাঁচ জঙ্গি, বাজেয়াপ্ত অস্ত্রশস্ত্র
ইমফল, ৯ অক্টোবর (হি.স.) : মণিপুরে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘পিপলস রেভলিউশনারি পার্টি অব কাঙ্গলেইপাক’ (প্রিপাক), ‘কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি’ (পিপলস ওয়ার গ্রুপ সংক্ষেপে কেসিপি-পিডব্লিউজি) এবং ইউএনএলএফ-এ
মণিপুরে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে গ্রেফতার পাঁচ জঙ্গি


ইমফল, ৯ অক্টোবর (হি.স.) : মণিপুরে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘পিপলস রেভলিউশনারি পার্টি অব কাঙ্গলেইপাক’ (প্রিপাক), ‘কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি’ (পিপলস ওয়ার গ্রুপ সংক্ষেপে কেসিপি-পিডব্লিউজি) এবং ইউএনএলএফ-এর পাঁচ সক্রিয় সদস্য। অভিযানে বাজেয়াপ্ত বহু অস্ত্রশস্ত্র ও কমিউনিক্যাশন ইকুইপমেন্টস্।

আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল বুধবার যৌথ নিরাপত্তা বাহিনী ইমফল পূর্ব জেলার অন্তর্গত আন্দ্রো থানাধীন নাগারিয়ান পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে প্রিপাক-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের লাইতোঞ্জাম লাকি সিং (৩২) এবং সোরাইশাম আথই সিং (৪২) বলে পরিচয় পাওয়া গেছে। তারা দুজনই ইমফল পূর্বজেলার হুইকাপ গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, একই দিন যৌথ নিরাপত্তা বাহিনীর কর্মীরা ‘কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি’ (পিপলস ওয়ার গ্রুপ)-এর একজন সক্রিয় ক্যাডার মোহম্মদ ইমরান খান ওরফে লেইঙ্গাকপা (২০)-কে ইমফল পূর্ব জেলার কাইরাং চিংয়া আওয়াং লেইকাইতে তার বাসভবন থেকে গ্রেফতার করেছেন।

এদিকে, মঙ্গলবার (১৪ অক্টোবর) মণিপুর পুলিশ ইমফল পশ্চিম জেলার সিংজামেই থানার অন্তর্গত হাওবাম মারাক লৌরেম্বাম লাইকাই এলাকা থেকে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পি)-এর দুই সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ধৃতদের বিষ্ণুপুর জেলার নারানসেইনা মামাং লেইকাইয়ের লেইশাংথেম শিঙ্গাজিৎ মেইতই (২২) এবং বিষ্ণুপুর জেলার থিনুঙ্গেই মায়াই লেইকাইয়ের সোরোখাইবাম দয়ানন্দ সিং ওরফে নগানবা (২৮) বলে পরিচয় পাওয়া গেছে৷ পুলিশ সূত্রে জানা গেছে যে, এই দুজন হাওবাম মারাক লৌরেম্বাম লাইকাইয়ের বাসিন্দাদের হুমকি দেওয়ার সাথে জড়িত ছিলেন। এই দুজনের বিরুদ্ধে হাওবাম মারাক লৌরেম্বাম লাইকাইয়ের বাসিন্দাদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোনের হ্যান্ড সেট এবং একটি আধার কার্ড সমেত মানিব্যাগ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande