চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৯ টি ইঞ্জিন
ঢাকা, ১৬ অক্টোবর (হি. স.) : ঢাকার চট্টগ্রামের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে পোশাক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১৯ টি ইঞ্জিন।
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন


ঢাকা, ১৬ অক্টোবর (হি. স.) : ঢাকার চট্টগ্রামের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে পোশাক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১৯ টি ইঞ্জিন।

জানা গিয়েছে, চট্টগ্রামের বহুতল কারখানাটিতে আগুন লাগে বৃহস্পতিবার দুপুরের দিকে। ৯ তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। বহুতল কারখানার উপরের তলায় আগুন জ্বলছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বিভাগের সদস্যরা। চট্টগ্রামের দমকল বিভাগ ও বিপর্যয় মোকাবিলা উপ-সহকারী পরিচালক আলমগির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ”দুপুর পৌনে দুটো নাগাদ কারখানায় আগুনের সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের ১৯টি ইউনিট। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande