ঢাকা, ১৬ অক্টোবর (হি.স.): ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যার অপরাধে বিচার চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চাইল ইউনূসের প্রশাসন! বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধদমন আদালতে শুনানিতে চিফ প্রসিকিউটর অর্থাৎ সরকারের প্রধান আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির দাবি করেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।
বদলার চরম রূপ হয়ত দেখতে চলেছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। হাসিনা সরকার পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার শুধুই বদলার পথে হেঁটে চলেছে। এবার
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকপন্থীদের হাতে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান। এবার তাঁর বংশকে ধ্বংস করতে কার্যত উঠেপড়ে লেগেছে ইউনূসের সরকার।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১ নং এজলাসে হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আবেদন করেন মহঃ তাজুল ইসলাম। এদিন সওয়াল-জবাব শেষ হয় সরকারি পক্ষের তরফে। তা শেষ করেই চিফ প্রসিকিউটর এই মামলার দুই আসামির মৃত্যুদণ্ড দাবি করেন।
জুলাই অভ্যুত্থানে গণহত্যা মামলায় মোট তিনজনকে আসামি হিসেবে মামলা শুরু হয় – তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। কিন্তু বিচার চলাকালীন মামুন নিজের দোষ স্বীকার করে ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত