ছিন্দওয়ারায় দূষিত জল পান অসুস্থ বহু, তদন্তের আশ্বাস এসডিএম-এর
ছিন্দওয়ারা, ১৬ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার রাজোলা গ্রামে কুয়োর দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন ওই গ্রামের বহু মানুষ। বমি, ডায়রিয়ার উপসর্গ দেখা দেওয়ায় সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারও শারীরিক অবস্থা গুরুতর নয়। এসডি
ছিন্দওয়ারায় দূষিত জল পান অসুস্থ বহু, তদন্তের আশ্বাস এসডিএম-এর


ছিন্দওয়ারা, ১৬ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার রাজোলা গ্রামে কুয়োর দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন ওই গ্রামের বহু মানুষ। বমি, ডায়রিয়ার উপসর্গ দেখা দেওয়ায় সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারও শারীরিক অবস্থা গুরুতর নয়। এসডিএম এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন।

ছিন্দওয়ারার এসডিএম হেমকরণ ধুরভে বলেন, গতকাল আমরা ১৫০টি পরিবারের স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম। ১৫০টি পরিবারের ৬০ জনকে বমি এবং ডায়রিয়ায় ভুগতে দেখা গেছে। আমরা কুয়ো থেকে জলের নমুনা সংগ্রহ করে দেখেছি তা দূষিত। কুয়োয় চারটি পায়রা মৃত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার ১২০ জন রোগীকে ওষুধ দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন ধরে আমাদের মেডিকেল ক্যাম্প ওই গ্রামে থাকবে। কোনও রোগীর অবস্থা গুরুতর নয়। অবহেলার জন্য গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা নেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande