গান্ধীনগর, ১৭ অক্টোবর (হি.স.): শুক্রবার গুজরাটের নতুন মন্ত্রিসভায় ছয়জন পুরাতন এবং ১৯ জন নতুন বিধায়ক সহ মোট ২৫ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। হর্ষ সাংভিকে উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে। ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাকেও মন্ত্রী করা হয়েছে। এই ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৯ জনই নতুন মুখ।
এদিন গান্ধীনগরের মহাত্মা মন্দিরে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আচার্য দেবব্রত ২৫ জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। হর্ষ সাংভি প্রথম উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার পরে একে একে বাকি মন্ত্রীরা|
উল্লেখ্য, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শুক্রবার সকালে গান্ধীনগরের রাজভবনে রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে মন্ত্রিসভা সম্প্রসারণের অনুমতি চান। এর পর মন্ত্রিসভার সম্প্রসারণ কর্মসূচি শুরু হয়।
মুখ্যমন্ত্রী এদিন গুজরাট মন্ত্রিসভার বর্তমান অবস্থা সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। তাঁর অনুমতিসাপেক্ষে মন্ত্রিসভার সম্প্রসারণ কর্মসূচি শুরু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ