রাজস্থান উপ-নির্বাচন : আন্তা আসনে বিজেপি প্রার্থী মোরপাল সুমন
নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শুক্রবার রাজস্থানের আন্তা বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি আন্তা আসনের জন্য মোরপাল সুমনকে মনোনীত করেছে। তিনি বরান পঞ্চায়েত সমিতির প্রধান। এই আসনের ভো
বিজেপি


নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শুক্রবার রাজস্থানের আন্তা বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে।

বিজেপি আন্তা আসনের জন্য মোরপাল সুমনকে মনোনীত করেছে। তিনি বরান পঞ্চায়েত সমিতির প্রধান। এই আসনের ভোটগ্রহণ ১১ নভেম্বর হবে এবং ফলাফল প্রকাশিত হবে ১৪ নভেম্বর।

উল্লেখ্য, ২০ বছরের পুরোনো একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কানওয়ারলাল মীনা বিধানসভার সদস্যপদ হারান। ২০ বছর আগের একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মে মাসে তাঁর বিধায়ক পদ বাতিল করা হয়। এই আসনটি বিধায়কহীন হয়ে পড়ে| তার পরই এই উপ নির্বাচন|

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande