গরমের অস্বস্তি উধাও, দক্ষিণ ও উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্কই
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): বর্ষা বিদায়ের পর ক্রমশই শুষ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গে। আগামী কিছু দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্রই মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়া
গরমের অস্বস্তি উধাও, দক্ষিণ ও উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্কই


কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): বর্ষা বিদায়ের পর ক্রমশই শুষ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গে। আগামী কিছু দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্রই মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই শুষ্ক আবহাওয়া রয়েছে। রোদ সত্ত্বেও অস্বস্তি তেমন অনুভূত হচ্ছে না। যদিও এখনই রাজ্যে শীত প্রবেশের সম্ভাবনা নেই। আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তুরে হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও সময় লাগবে। বৃহস্পতিবার সকালেই ঝকঝকে আকাশ থাকায় দার্জিলিং থেকে স্পষ্টভাবেই দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande