আর্থিক প্রতারণা রোধে আগরতলায় দুই দিনের বিশেষ শিবির শুরু
আগরতলা, ১৬ অক্টোবর (হি.স.) : গ্রামীণ জনগণকে বিভিন্ন আর্থিক প্রতারণা থেকে সুরক্ষিত রেখে আর্থিকভাবে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় শুরু হয়েছে দুই দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। পঞ্চায়েত দফতরর এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ
আগরতলায় কর্মশালা


আগরতলা, ১৬ অক্টোবর (হি.স.) : গ্রামীণ জনগণকে বিভিন্ন আর্থিক প্রতারণা থেকে সুরক্ষিত রেখে আর্থিকভাবে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় শুরু হয়েছে দুই দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। পঞ্চায়েত দফতরর এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

রাজধানীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবির উচ্চপদস্থ কর্মকর্তারা সহ রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকের জনপ্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মণ বলেন, “সেবি জনগণকে আর্থিকভাবে সুরক্ষিত রাখার পাশাপাশি আর্থিক অব্যবস্থাকে সুব্যবস্থায় রূপান্তরিত করার কাজ করে থাকে। গ্রামীণ জনগণ যাতে আর্থিক প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।”

মন্ত্রী আরও জানান, এই কর্মশালার পর রাজ্যের প্রতিটি পঞ্চায়েত স্তরে আর্থিক সচেতনতা শিবির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ বিনিয়োগের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন, উত্তর-পূর্বাঞ্চলে এই ধরনের কর্মশালা প্রথমবারের মত ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামীণ স্তরে আর্থিক সচেতনতা ছড়িয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সেবি ও পঞ্চায়েত দফতরের কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande