প্রতাপ এক্সপ্রেসে যুক্ত হচ্ছে অতিরিক্ত একটি এসি ৩-টিয়ার ও একটি স্লিপার ক্লাস কোচ
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): অস্থায়ীভাবে প্রতাপ এক্সপ্রেসের সাথে অতিরিক্ত একটি এসি ৩-টিয়ার এবং একটি স্লিপার ক্লাস কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। অতিরিক্ত একটি এসি ৩-টিয়ার কোচ এবং একটি স্লিপার ক্লাস কোচ ১২৪৯৫/১২৪৯৬ বিকানের - কলকাতা - বিকা
প্রতাপ এক্সপ্রেসে যুক্ত হচ্ছে অতিরিক্ত একটি এসি ৩-টিয়ার ও একটি স্লিপার ক্লাস কোচ


কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): অস্থায়ীভাবে প্রতাপ এক্সপ্রেসের সাথে অতিরিক্ত একটি এসি ৩-টিয়ার এবং একটি স্লিপার ক্লাস কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

অতিরিক্ত একটি এসি ৩-টিয়ার কোচ এবং একটি স্লিপার ক্লাস কোচ ১২৪৯৫/১২৪৯৬ বিকানের - কলকাতা - বিকানের প্রতাপ এক্সপ্রেসের সাথে যুক্ত করা হবে যা ১৬.১০.২০২৫ থেকে ৩০.১০.২০২৫ পর্যন্ত বিকানের থেকে ছেড়ে যাবে এবং ১৭.১০.২০২৫ থেকে ৩১.১০.২০২৫ পর্যন্ত কলকাতা থেকে ছেড়ে যাবে। ট্রেনটি ২২টি কোচ নিয়ে চলবে।

প্রসঙ্গত, জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ বাড়িয়ে যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা হচ্ছে বলে রেলের দাবি। সেই অনুযায়ী, টিকিটের অত্যধিক চাহিদা এবং যাত্রীদের অতিরিক্ত ভিড়ের চাপ সামাল দিতে রেলের এই উদ্যোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande