মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি আখ্যা দেওয়ার ঘটনার নিন্দা প্রদেশ বিজেপির
আগরতলা, ১৬ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে “বাংলাদেশি মুখ্যমন্ত্রী” বলে আখ্যায়িত করা এবং রিয়াং সম্প্রদায়কে নিয়ে তাঁর বক্তব্যের অপব্যাখ্যার ঘটনার তীব্র নিন্দা জানাল প্রদেশ বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীক
সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৬ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে “বাংলাদেশি মুখ্যমন্ত্রী” বলে আখ্যায়িত করা এবং রিয়াং সম্প্রদায়কে নিয়ে তাঁর বক্তব্যের অপব্যাখ্যার ঘটনার তীব্র নিন্দা জানাল প্রদেশ বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত।

বৃহস্পতিবার বিজেপি রাজ্য দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, “হজাগিরি মেলায় মুখ্যমন্ত্রী রিয়াং জনজাতির ইতিহাস তুলে ধরেছিলেন। তাঁর সেই বক্তব্যের বিকৃতি ঘটিয়ে রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রভৃতি অঞ্চল একসময় রাজন্য আমলে ত্রিপুরার মানচিত্রের অংশ ছিল—এই ঐতিহাসিক তথ্যই মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন। অথচ কিছু ব্যক্তি তা বিকৃতভাবে উপস্থাপন করে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলে কটাক্ষ করছেন।”

বিপিন দেববর্মা অভিযোগ করেন, “এ ধরনের অসাংবিধানিক মন্তব্যের মাধ্যমে রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে। এই চক্রান্তমূলক কাজের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।” তিনি সকল জাতি ও উপজাতি অংশের মানুষকে “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গঠনের কাজে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি বিমল চাকমা ও যুব মোর্চার সহ-সভাপতি সঞ্জিৎ রিয়াং। বিমল চাকমা বলেন, “প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মন্তব্য যে জাতীয় দলে জনজাতিদের মূল্যায়ন হয় না—তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি সব সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করে।”

তিনি উদাহরণ টেনে বলেন, “রাজ্যের মহারাজার নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ এবং তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা—এগুলিই প্রমাণ করে যে বিজেপি রাজপরিবারের ঐতিহ্য ও জনজাতি সমাজের প্রতি সম্মান দেখায়।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande