রাঁচির কালীপুজোর প্যান্ডেলে ১১০১ জন মহিলার মহাআরতি
রাঁচি, ১৮ অক্টোবর (হি.স.) :- রাঁচির হরমু রোড কালীপুজো স্বাগত সমিতির পক্ষ থেকে এ বছর বিশেষ আয়োজন করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ১১০১ জন মহিলা একই রঙের শাড়ি পরে দেবী কালীকে মহাআরতি করবেন। শনিবার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জানান, এ বছর সমিতির ৩৭তম প্র
রাঁচির কালীপুজো প্যান্ডেলে ১১০১ জন মহিলার মহাআরতি


রাঁচি, ১৮ অক্টোবর (হি.স.) :- রাঁচির হরমু রোড কালীপুজো স্বাগত সমিতির পক্ষ থেকে এ বছর বিশেষ আয়োজন করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ১১০১ জন মহিলা একই রঙের শাড়ি পরে দেবী কালীকে মহাআরতি করবেন।

শনিবার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জানান, এ বছর সমিতির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবছর সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সমিতি থিমভিত্তিক কালীপুজোর আয়োজন করে। এ বছর পুজোর মূল বার্তা — ‘নেশামুক্ত সমাজ’। তিনি জানান, ২০ অক্টোবর পুজো অনুষ্ঠিত হবে এবং তার পরদিন ২১ অক্টোবর ১১০১ জন মহিলাদের অংশগ্রহণে মহাআরতি হবে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande