দার্জিলিং, ১৮ অক্টোবর (হি.স.): খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের পর এবার আক্রান্ত হলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। সমাজ মাধ্যমে এই আক্রমণের কথা সাংসদ নিজেই জানিয়েছেন।
শনিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু জানান, শনিবার সুখিয়া পোখরির কাছে মাসধুরায় অজ্ঞাত দুষ্কৃতীরা তার কনভয়ে আক্রমণ করেছে। তিনি জানান, ওই কাপুরুষরা আমাকে আক্রমণ করেছিল, হামলা আমার গাড়ির ঠিক পিছনের দিকে এসে পড়ে। আমাদের অঞ্চলের জন্য একজন মধ্যস্থতাকারীর ঘোষণার পর আক্রমণের সময় অত্যন্ত সন্দেহজনক এবং আমাদের অঞ্চলে শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। যারা কলকাতার প্রতি অনুগত তারা যদি মনে করে যে এই ধরণের আক্রমণে আমরা হতাশ হব, তাহলে তারা ভুল। আমরা ভীত নই, এবং এই ধরণের কাপুরুষোচিত আক্রমণ কেবল আমাদের মনোবলকে আরও শক্তিশালী করে। আমি তাদের সতর্ক করছি যারা আজ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছে, আমরা তাদের এই ঘৃণ্য প্রচেষ্টা সফল হতে দেব না। আমরা আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির জন্য কাজ করব এবং পৃথিবীর কোনও শক্তি তা থামাতে পারবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা