উলুবেড়িয়ার খালের ধার থেকে উদ্ধার নিখোঁজ প্রৌঢ়ার পচাগলা দেহ
উলুবেড়িয়া, ১৮ অক্টোবর (হি.স.) : দু’দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার স্থানীয় একটি খালের ধার থেকেই উদ্ধার হল জ্যোৎস্না বেগমের পচাগলা দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি জয়পুর থানা এলাকার শাউড়িয়ায় এলাকার। শর্টকাট চ্যানেলের পাশে স্থানীয়রা পড়ে থাকতে দেখেন ওই
উলুবেড়িয়ার খালের ধার থেকে উদ্ধার নিখোঁজ প্রৌঢ়ার পচাগলা দেহ


উলুবেড়িয়া, ১৮ অক্টোবর (হি.স.) : দু’দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার স্থানীয় একটি খালের ধার থেকেই উদ্ধার হল জ্যোৎস্না বেগমের পচাগলা দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি জয়পুর থানা এলাকার শাউড়িয়ায় এলাকার। শর্টকাট চ্যানেলের পাশে স্থানীয়রা পড়ে থাকতে দেখেন ওই মৃতদেহ। জয়পুর থানার পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দেহটি পচে যাওয়ায় বাইরে থেকে আঘাতের চিহ্ন কিছু ছিল কিনা সেটা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই তা স্পষ্ট হবে বলে দাবি তদন্তকারীদের।

পুলিশ সূত্রে খবর, জ্যোৎস্না বেগমের বয়স ৫৬-এর কাছাকাছি। বাড়ি ভাটোরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটোরায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রৌঢ়া শুক্রবার দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্থানীয় একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার নাম করেই বাড়ি থেকে বের হন। তারপর বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি জ্যোৎস্নাদেবী। খোঁজখবর করেও না পেলে পরিবারের লোকেরা জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এর মধ্যেই শনিবার সকালে খালের ধারে একটি পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরিবার জানিয়েছেন, মহিলার কিছু লোন চলছিল। টাকা তুলতে অথবা টাকা জমা দিতে তিনি গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, আপাতত একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। প্রৌঢ়া কোন ব্যাংকে গিয়েছিলেন, সেখানের অ্যাকাউন্টের লেনদেন-সহ সমস্ত কিছু পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande