মমতার সদ্য-স্মৃতির সেই বাড়ি আগুনে পুড়ে ছাই
দার্জিলিং, ১৮ অক্টোবর, (হি.স.): অতি সম্প্রতি দার্জিলিঙের লালকুঠিতে কুমার ছেত্রী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাড়িই আগুনে পুড়ে ছাই। শনিবার লালকুঠির বাসিন্দা কুমারের বাড়িতে আগুন লা
মমতার সদ্য-স্মৃতির সেই বাড়ি আগুনে পুড়ে ছাই


দার্জিলিং, ১৮ অক্টোবর, (হি.স.): অতি সম্প্রতি দার্জিলিঙের লালকুঠিতে কুমার ছেত্রী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাড়িই আগুনে পুড়ে ছাই।

শনিবার লালকুঠির বাসিন্দা কুমারের বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তত ক্ষণে ঘরের সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। অবশ্য হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি এখনও।

সম্প্রতি টানা বর্ষণে বিপর্যয় ঘটে দার্জিলিঙে। বহু বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পরেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা। দ্বিতীয় সফরে, গত বুধবার তিনি গিয়েছিলেন দার্জিলিঙে লালকুঠিতে। সেখানে প্রশাসনিক বৈঠকও করেন মমতা। সেই বৈঠকের আগে লালকুঠির রাস্তায় হেঁটেছিলেন তিনি। গিয়েছিলেন কুমারের বাড়িতে। সেখানেই কাঞ্চনজঙ্ঘার একটি ছবি এঁকেছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande