অসুস্থ খগেন মুর্মু এখনও হাসপাতালে, দেখতে গেলেন সৌমিত্র খাঁ
শিলিগুড়ি, ১৮ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে ত্রাণ বিলির সময় বেশ কিছু দিন আগে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অসুস্থ খগেন মুর্মু শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন বিজেপি সাংসদ
অসুস্থ খগেন মুর্মু এখনও হাসপাতালে, দেখতে গেলেন সৌমিত্র খাঁ


শিলিগুড়ি, ১৮ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে ত্রাণ বিলির সময় বেশ কিছু দিন আগে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অসুস্থ খগেন মুর্মু শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে ত্রাণ বিলির সময় গত ৬ অক্টোবর আক্রান্ত হন খগেন মুর্মু। দুষ্কৃতী হামলায় গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত হন খগেন, ওই দিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আক্রান্ত হন। শনিবার খগেনকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান সৌমিত্র, তাঁর সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

সৌমিত্র বলেন, এই হামলা নিন্দনীয়। বিজেপি সাংসদ খগেন মুর্মু এখন ভালো আছেন। তিনি ভালো চিকিৎসা পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের মানসিকতা হলো গরীবদের আরও গরীব করা, কিন্তু বিজেপি সাংসদ খগেন মুর্মু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দিতে সেখানে গিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande