জম্মু ও কাশ্মীর : টিকিটবিহীন যাত্রীদের থেকে জরিমানা ৫ লক্ষ টাকা
জম্মু, ১৯ অক্টোবর (হি.স.): বিভিন্ন স্টেশনে বিশেষ টিকিট পরিদর্শন অভিযানে ৬৭৩ জন টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার রেল সূত্রে জানা গেছে, জম্মু, পাঠানকোট ক্যান্ট, পাঠানকোট সিটি, কাটরা, শ্রীনগর এবং বুদগামসহ এ
জম্মু ও কাশ্মীর : টিকিটবিহীন যাত্রীদের থেকে জরিমানা ৫ লক্ষ টাকা


জম্মু, ১৯ অক্টোবর (হি.স.): বিভিন্ন স্টেশনে বিশেষ টিকিট পরিদর্শন অভিযানে ৬৭৩ জন টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার রেল সূত্রে জানা গেছে, জম্মু, পাঠানকোট ক্যান্ট, পাঠানকোট সিটি, কাটরা, শ্রীনগর এবং বুদগামসহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালানো হয়। অভিযান চালানোকারী দল ট্রেন, প্ল্যাটফর্ম, অপেক্ষাকক্ষ ও পার্কিং এলাকায় কড়া তল্লাশি চালায়।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, ভ্রমণের সময় সচেতন থাকতে এবং নিয়ম মেনে টিকিট কেটে যাত্রা করতে। পাশাপাশি, উৎসবের মরসুমে সবার নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রেল কর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande