মির্জাপুর, ১৯ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ বিস্ফোরণ। হালিয়া থানার অন্তর্গত ভাটওয়ারি গ্রামে রবিবার সকালে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন লাগে। এতে একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় ও সাতজন আগুনে পুড়ে আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, দোকান মালিকের স্ত্রী অনিতা রান্না করছিলেন, সেই সময় সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন দোকান পর্যন্ত ছড়িয়ে পড়ে। দোকানে থাকা আনুমানিক প্রায় সাত লক্ষ টাকার সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন দোকান মালিক রাজেশ, তাঁর স্ত্রী অনিতা, তাঁদের চার মেয়ে ও দোকানমালিক রাজেশের মা। গুরুতর আহত অনিতাকে ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছেন , ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য