গুয়াহাটিতে সুপ্রিমকোর্টের জাস্টিস উজ্জ্বল ভুইয়াঁর হাতে উদ্বোধন বিচারক সমিতির অফিশিয়াল ওয়েবসাইট
‘বৈচারিক পেশাদারিত্ব, শিষ্টাচার এবং বিচারবিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশা’ শীর্ষক বিষয়ে সারগর্ভ বক্তব্য পেশ গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : আজ রবিবার গুয়াহাটির কটন ইউনিভার্সিটির কেবিআর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অল আসাম জাজেস অ্যাসো
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করছেন জাস্টিস উজ্জ্বল ভুইয়াঁ


ওয়েবসাইট উদ্বোধন করছেন সুপ্রিমকোর্টের জাস্টিস উজ্জ্বল ভুইয়াঁ


‘বৈচারিক পেশাদারিত্ব, শিষ্টাচার এবং বিচারবিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশা’ শীর্ষক বিষয়ে সারগর্ভ বক্তব্য পেশ

গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : আজ রবিবার গুয়াহাটির কটন ইউনিভার্সিটির কেবিআর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অল আসাম জাজেস অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ওয়েবসাইট চালু করেছেন সুপ্রিম কোর্টের জাস্টিস উজ্জ্বল ভুইয়াঁ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘বৈচারিক পেশাদারিত্ব, শিষ্টাচার এবং বিচারবিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশা’ শীর্ষক এক বিশেষ বিষয়ের ওপর বক্তব্য পেশ করছেন বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁ। বিচারপতি ভুইয়াঁ বলেন, এই ওয়েবসাইটটি বিচারবিভাগীয় কর্মকর্তাদের মধ্যে ভালো যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করতে একটি কার্যকর মাধ্যম হয়ে উঠবে।

তিনি বলেন, বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট থাকতে হবে এবং এটি তখনই সম্ভব যখন সুষ্ঠু, সাহসী ও নিষ্কলঙ্কভাবে বিচার প্রদান করা হয়। সমাজে বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে বিচারবিভাগীয় কর্মকর্তারা কীভাবে আচরণ করেন তার ওপর। তাই সিদ্ধান্ত প্রক্রিয়াটি বাইরের কোনও প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। জাস্টিস বলেন, বিচারবিভাগকে কখনও কোনও ধরনের পক্ষপাতিত্ব বা অনুগ্রহ প্রদর্শন করা উচিত নয়।

জেলা পর্যায়ে কর্মরত বিচারবিভাগীয় কর্মকর্তাদের সংবিধানের চেতনা অনুযায়ী আচরণ ও বাস্তবমুখী পন্থা অবলম্বনের আহ্বান জানান বিচারপতি ভুইয়াঁ। তিনি বলেন, বিচারবিভাগীয় কর্মকর্তাদের তাঁদের পেশাগত ও জনজীবনে সংযম অবলম্বন করতে হবে এবং অন্যান্য সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের খুব কাছে যাওয়া এড়িয়ে চলতে হবে। ‘বিচারবিভাগীয় সদস্যদের আচরণ সমাজে বিশেষভাবে দেখা হয়। তাই অফিসের মর্যাদা বজায় রাখা প্রয়োজন।’ বলেন বক্তা।

তিনি বলেন, একটি শক্তিশালী জেলা বিচারবিভাগ হলো বিচার ব্যবস্থার ভিত্তি এবং এর শক্তিই সর্বোচ্চ আদালতের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। যে কোনও পরিস্থিতিতে বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা করা বিচারকদের দায়িত্ব। এজন্য দেশে প্রয়োজন নির্ভীক ও সাহসী বিচারক, বলেন জাস্টিস ভুইয়াঁ।

আজকের অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি আশুতোষ কুমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন। এই কার্যক্রম অসমের বৈচারিক ভ্রাতৃত্বের মধ্যে সংলাপ, সহযোগিতা এবং পেশাদার মূল্যবোধের চেতনাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande