কবিরাজটিলা চুরিকাণ্ডে গ্রেফতার তিন, উদ্ধার স্বর্ণালঙ্কার
আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলার কবিরাজটিলা এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে এডি নগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। পুলিশ সূত্র
গ্রেফতার তিন


আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলার কবিরাজটিলা এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে এডি নগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বাড়ির সদস্যরা অনুপস্থিত থাকাকালীন সুযোগ বুঝে একই বাড়ির ভাড়াটিয়া পাপাই দেবনাথ, প্রতিবেশী সুভাষ চন্দ্র নমঃ-এর ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পাপাই দেবনাথকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

তদন্তে নেমে পুলিশ পাপাই দেবনাথের সহযোগী পিন্টু দেবনাথকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরি করা স্বর্ণালঙ্কার তারা বড়দোয়ালী এলাকার রতন সরকারের গয়নার দোকানে বিক্রি করেছে। এরপর পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করতে সক্ষম হয় এবং দোকানদার রতন সরকারকেও গ্রেফতার করে।

এডি নগর থানার ওসি সুশান্ত দেব জানান, উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। ধৃত তিন অভিযুক্তকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, চুরিকাণ্ডের পরদিন কবিরাজটিলা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। অভিযুক্তকে নিজেদের হাতে শাস্তি দিতে চাইলে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দৃঢ়ভাবে পদক্ষেপ নেয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande