২৪ জন অনুপ্রবেশকারী আটক – ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিএসএফ ও পুলিশের বড় সাফল্য
আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে মোট ২৪ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ ও ত্রিপুরা পুলিশ। তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা বলে জানা গেছে। বিএসএফ-এর প্রেস বিবৃতিতে জানানো হয়েছ
অনুপ্রবেশকারী


আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে মোট ২৪ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ ও ত্রিপুরা পুলিশ। তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা বলে জানা গেছে।

বিএসএফ-এর প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা বৈধ নথিপত্র ছাড়াই ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

অন্যদিকে, উত্তর ত্রিপুরা জেলায় পরিচালিত পৃথক অভিযানে মহিলা ও শিশুসহ ১০ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। তারা দিল্লি ও জম্মু থেকে আসছিল এবং দালালদের সহায়তায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

বিএসএফ জানিয়েছে, দীপাবলি উৎসবকে কেন্দ্র করে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও সীমান্ত অপরাধ রোধ করা যায়। আটককৃতদের আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার হাতে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, ত্রিপুরা পুলিশ আরও একটি পৃথক অভিযানে খোয়াই জেলার জেএবি চৌমুহনী এলাকা থেকে হৃদয় দাস, নিশান্ত দাস ও বিপাশা দাস (কাল্পনিক নাম)- তিন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের কাছ থেকে প্রায় ৪,০০০ টাকার বাংলাদেশি নোট উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। যদিও হৃদয় দাস দাবি করেছেন, তিনি রানীরবাজার এলাকার বাসিন্দা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande