অসমবাসীকে কালী পূজা এবং দীপাবলির শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদের
গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : কালী পূজা ও দীপাবলির প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচার্য। এক বার্তায় পরিবেশগত দায়বদ্ধতার সাথে দেবী কালীর উপাসনা এবং দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়েছেন রাজ্
রাজ্যপালের কালী পূজা এবং দীপাবলির শুভেচ্ছা (ফাইল ছবি)


গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : কালী পূজা ও দীপাবলির প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচার্য।

এক বার্তায় পরিবেশগত দায়বদ্ধতার সাথে দেবী কালীর উপাসনা এবং দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। বার্তায় রাজ্যপাল আচাৰ্য বলেন, দীপাবলি অশুভের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক। কালী পূজা ভয় ও অন্ধকারকে জয় করার অন্তর্নিহিত শক্তির জাগরণের প্রতীক। ‘আমরা দীপাবলি উদযাপন করি সত্য, আশা এবং আলোর জয় করতে।’ তিনি মা কালীর ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করে রাজ্য জুড়ে আনন্দ ও সমৃদ্ধি কামনা করেছেন। পাশাপাশি, ঐক্য, সহমর্মিতা ও সম্প্রীতির চেতনায় দীপাবলি উৎসব উদযাপনের আহ্বান জানান রাজ্যপাল।

তিনি বলেন, “আমরা দিওয়ালি উদযাপন করি সত্য, আশা এবং আলোর জয়। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম ও জ্ঞানের আলো আমাদের সকলের মধ্যে বিরাজমান।’

শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল আচার্য পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে শব্দ ও বায়ু দূষণ কমাতে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সত্যিকারের দীপাবলি হলো যা আমাদের ঘরে এবং আমাদের চারপাশের বিশ্বে আলো ছড়িয়ে দেয়। আসুন আমরা এই উৎসবটি এমনভাবে উদযাপন করি যাতে ঐতিহ্যের পাশাপাশি আমরা ভবিষ্যত প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বও পালন করতে পারি।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande