উদয়পুর (ত্রিপুরা), ১৯ অক্টোবর (হি.স.) : গোমতী জেলার মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গনে আগামীকাল তথা ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা। ২০ অক্টোবর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা কল্যাণ সাগর পাড়ে কল্যাণ আরতিতে অংশগ্রহণের পাশাপাশি ধন্যমানিক্য মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন। একথা সাংবাদিক সম্মেলনে জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়।
মেলায় থাকবে ১৯টি সরকারি দফতরের প্রদর্শনী স্টল এবং মোট ৬২০টি দোকান। পুণ্যার্থীদের সুবিধার্থে প্রবেশ ও বহির্গমনের আলাদা পথ নির্ধারণ, পানীয়জল, শৌচাগারসহ সবরকম ব্যবস্থার কথা জানানো হয়। দর্শণার্থীদের নিরাপত্তায় মোতায়েন থাকবে টিএসআর, পুলিশ, ক্যুইক রেসপন্স টিম, ফায়ার সার্ভিস কর্মী ও স্বাস্থ্যকর্মী। পুরো মেলা প্রাঙ্গণে নজরদারির জন্য বসানো হয়েছে ৭৪টি সিসি টিভি ক্যামেরা, থাকবে পুলিশ কমান্ড পোস্ট, ওয়াচ টাওয়ার ও বুথ।
এ বছর মন্দির ও মেলা চত্বর কাঁচা ফুল এবং আধুনিক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। কল্যাণ সাগর থেকে উদয়পুর সুভাষ সেতু পর্যন্ত সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জায়। তিনদিন ধরে ধন্যমানিক্য মুক্ত মঞ্চে রাজ্য ও বহিঃরাজ্যের দুই হাজারেরও বেশি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া এলইডি স্ক্রিনের মাধ্যমে মেলার অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জেলায় লাইভ সম্প্রচার করা হবে। সকলের সহযোগিতায় উৎসব সফল করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ