আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : আগামী ২৫ এবং ২৬ অক্টোবর দুইদিন ব্যাপী রাজ্য সম্মেলনের আয়োজন করছে জনজাতি সমাজপতিদের অরাজনৈতিক সংগঠন কাউন্সিল অব তিপ্রাসা হদা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এই তথ্য জানিয়েছেন সংগঠনের কনভেনার বীরেন্দ্র ত্রিপুরা।
তিনি জানান, সম্মেলনটি ত্রিপুরার মনু এলাকায় অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন জনজাতি সমাজের ঐক্য রক্ষা, সামাজিক সমস্যার সমাধান, বেআইনি অনুপ্রবেশ রুখতে আইন কার্যকর, জনজাতি জমির অধিকার পুনরুদ্ধারসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু এই সম্মেলনের আলোচ্য বিষয় হবে।
কাউন্সিল অব তিপ্রাসা হদা জানায়, রাজ্যের ১৯টি উপজাতির মধ্যে জমাতিয়া ছাড়া বাকিদের কাস্টমারি ল (পারম্পরিক আইন) এখনও প্রণয়ন হয়নি। কেন তা হয়নি, সে বিষয়ে আলোচনার ভিত্তিতে সরকারের কাছে আবেদন জানানো হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যোগেশ্বর দেববর্মা, সহ-সভাপতি খবা রিয়াং, যুগ্ম সম্পাদক মনোজ দেববর্মা, অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান পদ্ম লীলা জমাতিয়া সহ অন্যান্য পদাধিকারীরা। সভায় আসন্ন সম্মেলন সফল করতে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বীরেন্দ্র ত্রিপুরা স্পষ্টভাবে জানান, কাউন্সিল অব তিপ্রাসা হদা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের কোনও যোগসূত্র নেই।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ