বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যে বিজেপির ভেতরে তরজা, কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত প্রদেশ সভাপতির
আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে প্রকাশ্যে আক্রমণ করে বক্তব্য রাখার জেরেই শাসকদল বিজেপির ভেতরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট
রাজীব ভট্টাচার্য


আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে প্রকাশ্যে আক্রমণ করে বক্তব্য রাখার জেরেই শাসকদল বিজেপির ভেতরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে দল কঠোর পদক্ষেপ নিতে পারে বলে রবিবার ইঙ্গিত দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

শনিবার সিপাহীজলা জেলার বক্সনগরে এক ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন অভিযোগ করেন, মাঠের গ্যালারি তৈরির জন্য তিনি প্রতিমা ভৌমিক ও বিপ্লব কুমার দেবের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তাঁরা কোনও সহায়তা করেননি। অথচ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের কাছে অনুরোধ করতেই তিনি ৫০ লক্ষ টাকা মঞ্জুরের আশ্বাস দিয়েছেন বলেও জানান বিধায়ক। এদিনের সভায় তাঁর এই বক্তব্য সরাসরি দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার মত বলে মনে করছেন রাজনৈতিক মহল।

ঘটনা প্রসঙ্গে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, “তফাজ্জল হোসেনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। প্রতিমা ভৌমিক ও বিপ্লব কুমার দেব দু’জনেই দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, এভাবে প্রকাশ্যে বিরোধীতা গ্রহণযোগ্য নয়।” তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীসহ রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার পর দল শৃঙ্খলাভঙ্গের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পারে।

এই ঘটনার জেরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। অনেকে মনে করছেন, একজন বিধায়কের এ ধরনের প্রকাশ্য মন্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং তা অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন। দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের দিকে এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande