অরুণাচল প্রদেশ : আসাম রাইফেলস-এর অভিযানে ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার জঙ্গি কর্তৃক অপহৃত দুই শ্রমিক
ইটানগর, ১৯ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় ‘ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড - খাপলাং’ (এনএসসিএন-কে) গোষ্ঠীভুক্ত সশস্ত্র জঙ্গিদের হাতে অপহৃত দুই শ্রমিককে প্রায় ১২ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে আসাম রাইফেলস-এর খোন
আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার জঙ্গি কর্তৃক অপহৃত দুই শ্রমিক


ইটানগর, ১৯ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় ‘ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড - খাপলাং’ (এনএসসিএন-কে) গোষ্ঠীভুক্ত সশস্ত্র জঙ্গিদের হাতে অপহৃত দুই শ্রমিককে প্রায় ১২ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে আসাম রাইফেলস-এর খোনসা ব্যাটালিয়ন।

আজ রবিবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, তিরাপ জেলার অন্তর্গত দাদাম সার্কলের লাহু গ্রামের একটি রাস্তা নির্মাণ প্রকল্পে নিয়োজিত মেসার্স আগরওয়ালা কনস্ট্রাকশন কোম্পানির দুই শ্রমিককে গতকাল শনিবার বিকাল প্রায় ৪:০০ নাগাদ এনএসসিএন (কে) সশস্ত্র জঙ্গিদের প্রায় সাত থেকে আটজনের দল অপহরণ করেছিল। গত রাতেই (গতকাল শনিবার) নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত তৎপরতার সঙ্গে লংডিং পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে আসাম রাইফেলস-এর খোনসা ব্যাটালিয়ন। সশস্ত্র জঙ্গিদের মোকাবিলা করে অক্ষত অবস্থায় অপহৃতদের উদ্ধার করতে জেনারেল এরিয়া ঙিসা কে নকনা ট্র্যাক এবং জেনারেল এরিয়া ঙিন্নু কে নকনা ট্র্যাকে কৌশলগতভাবে দুটি অ্যাম্বুশ স্থাপন করা হয়েছিল।

ঘুঁটঘুঁটে অন্ধকার রাতে কোনও নড়াচড়া না করে আজ রবিবার ভোরের প্রথম আলোকে গেরিলা কায়দায় তালাশি অভিযান চালায় যৌথ নিরাপত্তা বাহিনী। কিন্তু কোনওভাবে নিরাপত্তা বাহিনীর অভিযান টের পেয়ে যায় জঙ্গিরা। সকাল (আজ রবিবার) ৫:৫০ মিনিট নাগাদ তারা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে প্রথমে বন্দুক থেকে গুলি এবং পরে মর্টার ফায়ার করে তারা।

কিন্তু অপহৃত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার মনে করে নিরাপত্তা বাহিনী প্রথমে কোনও প্ররোচনার ফাঁদে পা না দিয়ে জবাবি গুলি বর্ষণ করেনি। তবে জঙ্গিদের দিক থেকে মর্টার ও গুলি বর্ষণের তীব্রতা বাড়লে মোকাবিলা করেন আসাম রাইফেল-এর জওয়ানরা।

এদিকে যখন তীব্র গুলি বিনিময় হচ্ছে, তখন নিরাপত্তা বাহিনীর আরেক দল কৌশলবলে অনুসন্ধান করে অপহৃত দুই শ্রমিককে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করে জঙ্গল থেকে বরে করে নিয়ে আসে।

রাজ্য পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্রটি নিশ্চিত করেছে, দুই শ্রমিককে উদ্ধার করলেও নিষিদ্ধ জঙ্গিদের খুঁজে বের করতে এলাকায় চিরুনি তালাশি অভিযান চালিয়ে যাচ্ছেন আসাম রাইফেলস-এর জওয়ানরা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande