লালুর সব স্বপ্ন চোখের জলে ভেসে গেছে, কটাক্ষ গিরিরাজের
বেগুসরাই, ১৯ অক্টোবর (হি.স.): মহাজোট থেকে বেরিয়ে এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। তাঁরা বিহারের ৬টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রবিবার বলেন, এখন আর কোনও জোট
ল গিরিরাজ সিং


বেগুসরাই, ১৯ অক্টোবর (হি.স.): মহাজোট থেকে বেরিয়ে এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। তাঁরা বিহারের ৬টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রবিবার বলেন, এখন আর কোনও জোট নেই। আমরা একে প্রতারণামূলক জোট বলতাম এবং পরিণত হয়েছে ঠিক তাই - প্রতারণার জোট। দলগুলির মধ্যেও একই প্রতারণা চলছে। লালু যাদবের স্বপ্নগুলি চোখের জলে ভেসে গেছে। রাহুল গান্ধী কখনও মুখ্যমন্ত্রীর নামও বলেননি। এখন মহাজোট কোনও নেতা ছাড়া রয়ে গেছে।

আরজেডি সম্পর্কে পাপ্পু যাদবের মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, এখনও পর্যন্ত কেবল কুর্তা এবং পায়জামা ছিঁড়ে গেছে, কিন্তু এখন তিনি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন। তার ওজন প্রায় দেড় কুইন্টাল, এবং তার কথার ওজন তিন থেকে চার কুইন্টাল। ২০১০ সালে এনডিএ যে জনসমর্থন পেয়েছিল তা এবার আরও বেশি হবে, এবং এনডিএ আরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande