জম্মুতে ১৮৬ গ্রাম মাদক সহ গ্রেফতার তিন পাচারকারী
জম্মু, ১৯ অক্টোবর (হি.স.) : মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চালিয়ে বড় সাফল্য পেল জম্মুর পুলিশ। রবিবার চক তালাব এলাকায় অভিযান চালিয়ে ১৮৬ গ্রাম মাদক (হেরোইন) সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় তিনজন সন্
জম্মুতে ১৮৬ গ্রাম মাদক সহ গ্রেফতার তিন পাচারকারী


জম্মু, ১৯ অক্টোবর (হি.স.) : মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চালিয়ে বড় সাফল্য পেল জম্মুর পুলিশ। রবিবার চক তালাব এলাকায় অভিযান চালিয়ে ১৮৬ গ্রাম মাদক (হেরোইন) সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় তিনজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তাঁদের তল্লাশি চালিয়ে মাদক (হেরোইন) উদ্ধার হয়।

ধৃতদের নাম ইন্দরজিৎ (পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা), বিশাল কুমার (পাঞ্জাবের বাসিন্দা) ও জগদীশ রাজ (জম্মুর বাসিন্দা)। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মাদক পাচার চক্রের অন্যান্য যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande