হাওড়া, ১৯ অক্টোবর (হি.স.): হাওড়া শহরাঞ্চলে যে সমস্ত প্রাচীন কালী মন্দির রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো হাওড়ার কালীবাবুর বাজার নিকটস্থ সিদ্ধেশ্বরী তলার সিদ্ধেশ্বরী কালী মন্দির। আনুমানিক তিনশো বছরেরও বেশি পুরনো হলেও কষ্টি পাথরের তৈরি মায়ের মূর্তিটি ও মন্দিরটির যে কাঠামোটি রয়েছে তার বয়স আনুমানিক প্রায় দেড়শো বছর।
জনশ্রুতি, মায়ের স্বপ্নাদেশেই প্রতিষ্ঠিত হয় এই সিদ্ধেশ্বরী মন্দির। পূর্বে এই মন্দিরের খুব সামনে দিয়ে হুগলি নদী প্রবাহিত হওয়ায় সে সময় বহু মানুষ নৌকা যাত্রার সময় এই স্থানে নৌকা থামিয়ে মায়ের পুজো দিয়ে যেতেন। শোনা যায় অনেক বছর আগে একবার ভূকৈলাশের রাজার পুত্র মারণব্যাধিতে আক্রান্ত হন। তাই পুত্রের সুস্থতার কামনায় তিনি হুগলি নদীর উপর দিয়ে জলপথে বেনারস অভিমুখে পাড়ি দিয়েছিলেন। সেই সময় হঠাৎই তিনি স্বপ্নাদেশ পান যে এই সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেই তাঁর পুত্রসন্তান সমস্ত ব্যাধি থেকে মুক্তি পাবে। নৌকা থামিয়ে তিনি এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে তাঁর পুজো অর্পণ করেন। তারপর অলৌকিকভাবে তাঁর পুত্রও সেই মারণব্যাধি থেকে সুস্থ হয়ে ওঠে। এইরকমই অনেক কাহিনী জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে। বছরের প্রতিদিনই মাকে মাছ সহযোগে আমিষ ভোগ নিবেদন করার প্রথাও রয়েছে এই মন্দিরে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ