গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : গতকাল সোমবার আঠারো জনের পর আজ মঙ্গলবার দুই মহিলা সহ আরও আট বাংলাদেশি অনুপ্ৰবেশকারীকে তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে আসাম পুলিশ।
আজ বিকালে রাজ্যের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা আট অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশির ছবি সহ তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যমে এ খবর দিয়েছেন। এক্স-এ তিনি লিখেছেন, ভারতে অবৈধভাবে প্ৰবেশকারী আরও আট বাংলাদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা তাঁর সরকারের স্থিতি স্পষ্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সাতটি আশ্চর্য আছে এবং অষ্টম আশ্চর্য হলো, অনুপ্ৰবেশ করে অবৈধভাবে অসমে এসে আমাদের ভূমি দখলের চেষ্টা করা।’ ‘তবে সুসংবাদ হলো আমরা এই বিস্ময়গুলিকে অসমে আর প্রবেশ করতে দেব না এবং এখানে ঘুরতেও দেব না। যা-ই হোক, অষ্টম আশ্চর্যকে আমরা পুশড্ ব্যাক করছি। বাই।’ যোগ করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মাত্ৰ একদিন আগে গতকাল (২০ অক্টোবর) একইভাবে শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশকারী শিশু-মহিলা সহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে গ্ৰেফতার করে ফেরত পাঠানো হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস