গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : ‘পুলিশ স্মৃতি দিবস’ উপলক্ষ্যে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ আত্মত্যাগকারী সাহসী পুলিশ কর্মীদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।
আজ মঙ্গলবার গুয়াহাটির কাহিলিপাড়ায় অবস্থিত ১০ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) হরমিত সিং সহ অন্য বরিষ্ঠ পুলিশ অফিসাররা অংশগ্রহণ করে তাঁদের শহিদ সহকর্মীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য বলেন, ‘পুলিশ স্মৃতি দিবস আমাদের পুলিশ কর্মীদের বীরত্ব ও নিঃস্বার্থতার কথা স্মরণ করিয়ে দেয় যাঁরা আমাদের রক্ষা করার জন্য ঝুঁকি নিয়ে প্রায়শই তাঁদের জীবন দেন। দায়িত্বের প্রতি তাঁদের নিষ্ঠা, এমন-কি গুরুতর বিপদের মুখেও আমাদের সকলকে অনুপ্রাণিত করে এবং তাঁরা যে মূল্যবোধের জন্য দাঁড়িয়েছিলেন তা ধরে রাখতে আমাদের সংকল্পকে শক্তিশালী করে।’
রাজ্যপাল সেই সকল সাহসীদের স্মরণ করেন যাঁরা কর্তব্যের আহ্বানে প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসাধারণের শান্তি বজায় রাখার ক্ষেত্রে পুলিশ বাহিনীর কর্তৃক পরিচালিত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে রাজ্যপাল বলেন, প্রায়শই তাঁরা সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে থাকেন।
উল্লেখ্য, পুলিশ সদস্যদের অসাধারণ সাহস, উৎসর্গ এবং আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী পুলিশ স্মৃতি দিবস পালিত হয়, যাঁরা দেশ ও জনগণকে রক্ষা করতে গিয়ে তাঁদের জীবন উৎসর্গ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস