সোনিপত, ২১ অক্টোবর (হি.স.) : দীপাবলির রাতে হরিয়ানার সোনিপতে আতশবাজির উৎসব জমে উঠেছিল। কিন্তু মঙ্গলবার সকালে ঘন ধোঁয়াশা ও ধুলোর চাদরে ঢেকে যায় আকাশ। বাতাসে দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও মাথাব্যথার মতো সমস্যায় পড়েন অনেকে।
এক চিকিৎসক জানান, তথাকথিত ‘সবুজ’ আতশবাজিও প্রায় ৭০ শতাংশ দূষণ–এর কারণ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বহু এলাকায় নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও রাতভর আতশবাজি পোড়ানো হয়েছে। সোনিপতের একিউআই ৩৫০–৪০০-এর মধ্যে ঘোরাফেরা করেছে এদিন। চিকিৎসকদের মতে, এতে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও ত্বকের সমস্যা বাড়ছে। দীপাবলি আলোর উৎসব হলেও, দূষণ এখন অন্ধকার ছড়াচ্ছে মানুষের জীবনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য