মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): নতুন সম্বতের সূচনায় উত্থানের মুখ দেখল শেয়ার বাজার। দীপাবলি এবং ‘সম্বৎ ২০৮২’–এর সূচনা উপলক্ষে মঙ্গলবার শেয়ার বাজারে দুপুরে ১.৪৫ থেকে ২.৪৫ পর্যন্ত বিশেষ মুরত লেনদেন চলে। সেই লেনদেনে সেনসেক্স ৬২.৯৭ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৮৪,৪২৬.৩৪ অঙ্কে। পাশাপাশি, নিফ্টি ২৫.৪৫ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ২৫,৮৬৮.৬০ অঙ্কে।
উল্লেখ্য, প্রতিবছর সাধারণত মুরতে সন্ধ্যায় লেনদেন চলে। এবছর তা হয়েছে দুপুরে। গুজরাটি নতুন বছর সম্বতের সূচনায় প্রতি দীপাবলিতে বিশেষ এই লেনদেন চালানো হয়। এই সময় শেয়ার কেনাবেচাকে শুভ বলে মনে করেন লগ্নিকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ