এসআইআর প্রস্তুতির ওপর নির্বাচন কমিশনের দুই দিনের সিইও সম্মেলন শেষ
নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): বিহারের পর গোটা দেশেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর প্রস্তুতির ওপর নির্বাচন কমিশনের দুই দিনের সিইও সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে। এসআইআর পরিচালনার জন্য রাজ্যগুলির বর্তমা
এসআইআর প্রস্তুতির ওপর নির্বাচন কমিশনের দুই দিনের সিইও সম্মেলন শেষ


নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): বিহারের পর গোটা দেশেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর প্রস্তুতির ওপর নির্বাচন কমিশনের দুই দিনের সিইও সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে। এসআইআর পরিচালনার জন্য রাজ্যগুলির বর্তমান ভোটারদের ম্যাপিং কত দূর এগিয়েছে, সেই পর্যালোচনা করা হয়েছে দুই দিনের বৈঠকে।

এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন-এর প্রস্তুতি চূড়ান্ত করার জন্য সিইওদের নির্দেশ দিয়েছে। এসআইআর প্রক্রিয়া সম্পর্কে কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থাপনার পর, সিইও-দের উত্থাপিত প্রশ্নেরও ব্যাখ্যা দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দিল্লির দ্বারকায় 'ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট' (আইআইআইডিইএম)-এ অনুষ্ঠিত হয় মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুই দিনের এই বিশেষ সম্মেলন৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande