গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.) : কোকরাঝাড় এবং শালাকাটি রেলস্টেশনের মধ্যবর্তী রেলওয়ে ট্র্যাকে আজ বৃহস্পতিবার ভোররাত প্রায় একটা নাগাদ সন্দেহভাজন আইইডি বিস্ফোরণের পর ব্যস্ততম ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ট্র্যাক সারাইয়ের পর ফের ট্রেন চলাচল সচল করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ঘটনাটি আজ (বৃহস্পতিবার) ভোররাত প্রায় একটার দিকে সংঘটিত হয়েছে। সে সময় পণ্যবাহী ট্রেনের পাইলট এবং ট্রেন ম্যানেজার একটি বিকট শব্দ শুনেন এবং হঠাৎ ঝাঁকুনি অনুভব করেন। ট্রেনে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছে ভেবে সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেন থামিয়ে এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা রেলওয়ে ট্র্যাক এবং স্লিপারগুলিতে বেশ কিছু ক্ষতি দেখেছেন। তাঁরা বুঝতে পারেন, রেলওয়ে ট্র্যাকে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং অসম পুলিশকে ঘটনাটি অবহিত করেন, জানান কপিঞ্জল কিশোর।
তিনি জানান, আপৎকালীন পরিস্থিতিতে রেলওয়ে ইঞ্জিনিয়ারের দল সংশ্লিষ্ট কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ভোর ৫:২৫ মিনিট নাগাদ ট্র্যাকের ক্ষতিগ্রস্থ অংশটি সম্পূর্ণ মেরামত করা হয়, যাতে নিরাপদে ট্রেন চলাচল পুনরায় শুরু করা যায়।
সিপিআরও জানান, রেলওয়ে ট্র্যাকে বিস্ফোরণের ফলে প্রায় আটটি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ট্রেনকে কাছাকাছি স্টেশনগুলিতে সাময়িকভাবে থামানো হয়েছিল।
তিনি জানান, বিস্ফোরণের পর কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ রেলওয়ে ট্র্যাকের সংবেদনশীল অংশে টহল এবং নজরদারি জোরদার করেছে। শর্মা জানান, আরপিএফ এবং জিআরপি সহ রাজ্য পুলিশ ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস