রাজ্যসভা নির্বাচনে এনসি-কে সমর্থন করবে কংগ্রেস : ফারুক আবদুল্লাহ
শ্রীনগর, ২৩ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ বৃহস্পতিবার বলেছেন, আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস তাঁদের সমর্থন করবে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফারুক আবদুল্লাহ বলেন, কংগ্রেস আমাদের পাশে আছ
ফারুক আবদুল্লাহ


শ্রীনগর, ২৩ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ বৃহস্পতিবার বলেছেন, আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস তাঁদের সমর্থন করবে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফারুক আবদুল্লাহ বলেন, কংগ্রেস আমাদের পাশে আছে এবং তাঁরা রাজ্যসভা নির্বাচনে আমাদের সমর্থন করছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হালাল সার্টিফিকেশন লেবেল বিবৃতি সম্পর্কে ফারুক বলেন, ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাস করে এবং যতক্ষণ আমরা বৈচিত্র্য বজায় রাখি, ততক্ষণ ভারত শক্তিশালী হবে। কেউ চিরকাল ক্ষমতায় থাকে না; এমন সময় আসবে যখন তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande