ঔরঙ্গাবাদ, ২৩ অক্টোবর (হি.স.): বিহারে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। বৃহস্পতিবার বিহারের ঔরঙ্গাবাদে নির্বাচনী প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ঔরঙ্গাবাদ জেলার গোহে এনডিএ প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভায় নাড্ডা অভিযোগ করেন, মহাগঠবন্ধন ধ্বংসের প্রতীক।
তিনি বলেন, তেজস্বী যাদবকে মহাগঠবন্ধন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে। তিনি বলেন, বিহারের জনগণ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেসের অধীনে শাসনের রেকর্ড সম্পর্কে ভালোভাবেই অবগত। তিনি বলেন, এনডিএ উন্নয়নের প্রতিনিধিত্ব করে এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।
জে পি নাড্ডা বলেন, খুব কম মানুষই জানেন, আমার জন্ম বিহারের পাটনায়। আমার শৈশবের ২০ বছর বিহারে কাটিয়েছি। আমি অন্ধকারের সেই যুগটি জানি এবং আমি আলোর এই যুগটিও দেখতে পাচ্ছি। আজকের নির্বাচনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 'বিকাশ' এনডিএ-র সঙ্গে এবং 'বিনাশ' মহাজোটের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদী এবং নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার 'বিকাশ'-এর দিকে এগিয়ে চলেছে এবং এই নতুন ঘোষিত মুখ্যমন্ত্রী এবং তাদের দল 'বিনাশ' ছাড়া আর কিছুই নয়। গত ২০ বছরে, নীতিশ কুমারের আশীর্বাদে এবং গত ১১ বছরে প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদে, বিহার দ্রুত অগ্রগতির পথে এগিয়েছে। যদি আমি বন্দে ভারত ট্রেনের কথা বলি, ৪৪টি বন্দে ভারত ট্রেনের মধ্যে ২৬টি বিহার থেকে শুরু এবং বিহারের মধ্য দিয়ে চলে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা