কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.) :
অ্যাডিলেইডে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ২ উইকেটে। ভারতের ২৬৪ রান ২২ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। এর ফলে এক ম্যাচ বাকি থাকতে তিন ওয়ানডের সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
জয়ের মূল কারিগর শট। শর্ট প্রথম ওয়ানডে ফিফটিতে দলের জয় এনে দিলেন। ৭৮ বলে ৭৪ রান করেন তিনি। কনোলি ও দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫৩ বলে ৬১ রান করেন এই অলরাউন্ডার।
দারুণ বোলিংয়ে ৬০ রানে ৪ উইকেট নিয়ে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন লেগ স্পিনার জ্যাম্পা। ৩৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন পেসার বার্টলেট। অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের প্রাপ্তি দুটি।
ভারতকে লড়ার মতো পুঁজি এনে দেওয়ার পথে ৭৩ রান করেন রোহিত। ৭৭ বলে ৬১ রান করেন শ্রেয়াস। ৪৪ রান আসে আকসার প্যাটেলের ব্যাট থেকে।
সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী শনিবার।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি