কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ব ফুটবলে স্মরণীয় দিন। আজকের দিনে বিশ্ব ফুটবলে কিংবদন্তি সম্রাট পেলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার। আক্রমণভাগের এই ফুটবলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত। বিশ্ব ফুটবল তাকে সম্রাট বলে থাকে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী। একমাত্র তিনি এবং ব্রাজিলেরই ফুটবলার কাফু তিনবার বিশ্বকাপ জিতেছেন। এছাড়া আর কেউ তিনবার বিশ্বকাপ জিততে পারেননি। ১৩৬৩টি খেলায় ১২৭৯টি গোল করেছেন। এ যাবৎকালের বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও পেলে।
সম্রাট পেলেকে অসংখ্য সম্মানে ভূষিত করা হয়েছিল। তাঁকে ফুটবলের রাজা বলা হতো এবং তাঁর অসামান্য কৃতিত্বের জন্য তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছিলেন। তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার (১৯৭৮) এবং শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয়েছিলেন ১৯৮০ এবং ১৯৯৯ সালে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি