পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট: হার্মারের দুর্দান্ত পারফর্মেন্সে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে হারিয়ে সিরিজ ড্র ​​করল
রাওয়াল পিন্ডি, ২৩ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে, সাইমন হার্মারের প্রথম পাঁচ উইকেট নেওয়ার সৌজন্যে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের এক অবনতিশীল পিচে
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট: হার্মারের দুর্দান্ত পারফর্মেন্সে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে হারিয়ে সিরিজ ড্র ​​করল


রাওয়াল পিন্ডি, ২৩ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে, সাইমন হার্মারের প্রথম পাঁচ উইকেট নেওয়ার সৌজন্যে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের এক অবনতিশীল পিচে ৩৬ বছর বয়সী এই অফ-স্পিনার ৫০ রানে ৬ উইকেট নিয়ে শেষ করেন, এই প্রক্রিয়ায় তার ১০০০–তম প্রথমশ্রেণীর উইকেট হল।

রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৯৪ রান নিয়ে পাকিস্তান খেলা শুরু করে। আজ চতুর্থ দিনে সকালের সেশনে ৪৪ রানে বাকি ৬ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায় শান মাসুদের দল। এতে জয়ের জন্য মাত্র ৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আউট হয়েছেন প্রোটিয়াদের দুই ওপেনার এইডেন মার্করাম(৪২) ও রায়ান রিকেলটন(০)। পাকিস্তানের স্পিনার নোমান আলী চল্লিশ রানে ২ উইকেট নিয়েছেন।

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল প্রোটিয়ারা। এর আগে তাদের সর্বশেষ জয় ২০০৭ সালে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১–এ ড্র করল দুই দল। এখন সামনে টি-টোয়েন্টি সিরিজ। ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে দুই দল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande