দেহরাদূন, ২৩ অক্টোবর (হি.স.): গঙ্গোত্রী ও কেদারনাথের পর এবার বন্ধ হয়ে যমুনোত্রী ধামও। বৃহস্পতিবার বৈদিক মন্ত্রোচ্চারণ ও আচার-অনুষ্ঠানের পর বন্ধ হয়ে গেল যমুনোত্রী ধাম। পরম্পরাগত আচার-অনুষ্ঠান এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শীতকালীন মরশুমের জন্য যমুনোত্রী ধাম এদিন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রাচীন রীতি অনুসারে, ভাইফোঁটার শুভদিনে পবিত্র স্তোত্র এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুর ১২:৩০ মিনিটে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়।
এদিন ভোরে, দেবী যমুনার ভাই ভগবান শনিদেবের পালকি (ডোলি) ভক্তিমূলক সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের সঙ্গে খারসালি গ্রাম থেকে যমুনোত্রী ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভোর থেকেই মন্দিরে বিশেষ পূজা ও আচার-অনুষ্ঠান করা হয়। মন্দিরের আচার অনুষ্ঠানের পর দেবী যমুনার মূর্তি ডোলিতে স্থাপন করা হয় এবং ভগবান শনিদেব সমেশ্বর মহারাজের নির্দেশনায় খারসালিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ভারত ও বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এবং মন্দিরের পুরোহিত এই পবিত্র অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেছিলেন। পরবর্তী ছয় মাস ধরে, ভক্তরা খারসালি গ্রামে শীতকালীন আবাসে দেবী যমুনার পূজা করতে এবং দর্শন করতে পারবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা