স্বাস্থ্য কর্মীদের প্রচেষ্টাতেই পোলিও নির্মূলে সাফল্য সম্ভব হয়েছে : নাড্ডা
নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা শুক্রবার দেশের প্রচেষ্টা এবং দৃঢ় জন অংশগ্রহণের মাধ্যমে পোলিও নির্মূলে ভারতের অসাধারণ যাত্রা তুলে ধরেছেন। একটি সামাজিক মাধ্যম পোস্টে
জে পি নাড্ডা


নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা শুক্রবার দেশের প্রচেষ্টা এবং দৃঢ় জন অংশগ্রহণের মাধ্যমে পোলিও নির্মূলে ভারতের অসাধারণ যাত্রা তুলে ধরেছেন। একটি সামাজিক মাধ্যম পোস্টে নাড্ডা জানান, পোলিও নির্মূলে সাফল্য সম্ভব হয়েছে নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য, যারা প্রতিটি বাড়িতে পৌঁছেছেন এবং নিশ্চিত করেছেন এই প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে লড়াইয়ে কোনও শিশু যেন বাদ না পড়ে। তিনি জনগণকে সময়মত টিকাদানের মাধ্যমে প্রতিটি শিশুকে রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ এবং একটি সুস্থ, পোলিওমুক্ত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande