
নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার বলেছেন, এই উৎসবের মরশুমে এখনও পর্যন্ত প্রায় ১.৫ কোটি ট্রেন যাত্রী ভ্রমণ করেছেন। তিনি আরও বলেন, উৎসবের মরশুমের শেষ নাগাদ আড়াই কোটিরও বেশি যাত্রী ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈষ্ণব বলেন, মসৃণ ভিড় ব্যবস্থাপনার জন্য ৩০টি স্টেশনে বড় হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে।
পূর্ববর্তী সরকারের আমলে বিশেষ ট্রেন পরিচালনা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী উল্লেখ করেন যে, প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদের আমলে দীপাবলি এবং ছট উৎসবে ১৭৮টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল, যার সংখ্যা এখন ১৩ হাজারেরও বেশি। বৈষ্ণব আরও বলেন, রেলপথের নিরাপত্তাও বৃদ্ধি পেয়েছে এবং দুর্ঘটনার সংখ্যা ২০১৪ সালে ১৭০টিরও বেশি ছিল, যা ২০২৪-২৫ সালে মাত্র ৩১টিতে নেমে এসেছে। তিনি আরও বলেন যে, রেলপথ নির্মাণ প্রতি বছর ৪০০-৬০০ কিলোমিটার থেকে বেড়ে বছরে চার হাজার কিলোমিটারেরও বেশি হয়েছে। মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রকের লক্ষ্য দুর্ঘটনার সংখ্যা কমানো এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা