
আরারিয়া, ২৫ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ৫৬-তম ব্যাটালিয়নের বিশেষ দল শুক্রবার রাতে বিহারের আরারিয়া জেলার ফোরবিসগঞ্জ থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযানে রামপুর উত্তর গ্রামে অভিযান চালিয়ে ১৩৭ গ্রাম মাদক (হিরোইন ) উদ্ধার করে। ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে রামপুর উত্তর গ্রামের পাপ্পু কুমারের বাড়িতে হানা দিয়ে পুলিশ ৯টি মোবাইল ফোন, একটি স্কুটি এবং ৩,৩৪০ নগদ অর্থ উদ্ধার করে। ধৃতদের নাম পাপ্পু কুমার (২৫) ও মো. আব্দুল (২৬)। দু’জনেই রামপুর উত্তর এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য