
কলকাতা, ২৫ অক্টোবর, (হি.স.): নিউ টাউনের অভিজাত আবাসনের নীচ থেকে উদ্ধার হল এক গৃহবধূর রক্তাক্ত দেহ৷ ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন, না কি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
রাতে এই ঘটনা ঘটেছে নিউ টাউনের সাপুরজি এলাকার এলিটা গার্ডেন নামে একটি বিলাসবহুল আবাসনে৷ মৃত ওই গৃহবধূর নাম রচনা পরিওয়াল (৪২)৷
পুলিশ সূত্রে খবর, গত রাত এগারোটা নাগাদ ওই আবাসনের নিরাপত্তা রক্ষীরাই টেকনো সিটি থানায় ফোন করে জানান যে একজন মহিলার রক্তাক্ত দেহ আবাসনের নীচে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ৷ ওই গৃহবধূকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
পুলিশ জানতে পেরেছে, ওই আবাসনের দশতলার ফ্ল্যাটে থাকতেন ওই গৃহবধূ৷ তাঁর স্বামী দীপেশ পারিওয়াল কলকাতা হাইকোর্টের আইনজীবী৷ ঘটনার সময় আবাসনের ফ্ল্যাটেই ছিলেন ওই গৃহবধূর স্বামী এবং ছেলে৷
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক গন্ডগোলের জন্যই সম্ভবত আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ৷ যদিও তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা জানতে মৃতার স্বামী, ছেলে সহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত