হাওড়ার বাগনানে চানাচুর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিধ্বংসী আগুনে এক চানাচুর কারখানা ভস্মীভূত। শনিবার হাওড়া জেলার বাগনানে এই ঘটনা ঘটেছে। এ নিয়েই রহস্য দানা বেঁধেছে। আকস্মিক ওই ভয়াবহ আগুনে এদিন পুড়ে ছাই হয়েছে এক চানাচুর তৈরির কারখানা। আর এর ফলে বেশ কিছু শ্রমিক নতুন
হাওড়ার বাগনানে চানাচুর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিধ্বংসী আগুনে এক চানাচুর কারখানা ভস্মীভূত। শনিবার হাওড়া জেলার বাগনানে এই ঘটনা ঘটেছে। এ নিয়েই রহস্য দানা বেঁধেছে। আকস্মিক ওই ভয়াবহ আগুনে এদিন পুড়ে ছাই হয়েছে এক চানাচুর তৈরির কারখানা। আর এর ফলে বেশ কিছু শ্রমিক নতুন করে কর্মহীন হয়ে পড়ল। ঘটনায় প্রকাশ, শনিবার ১২টা নাগাদ হাওড়ার বাগনান থানা এলাকার খাদিনানে অবস্থিত ওই চানাচুর কারখানায় হঠাৎ করেই আগুন লেগে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পার্শ্ববর্তী পুকুর থেকে বালতি করে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটো ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। দমকলের কর্মীরা সঠিকভাবে বলতে পারেনি ঠিক কি কারণে আগুন লাগতে পারে। ঘিঞ্জি ওই এলাকায় সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা রেখে কারখানা চালানো হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande