বাঁদনা পরব চলাকালীন ঝাড়গ্রামে গরু চুরির অভিযোগে সরব হিন্দু জাগরণ মঞ্চ
ঝাড়গ্রাম, ২৫ অক্টোবর (হি.স.) : বাঁদনা পরবের আবহ শেষ হতে না হতেই গরু চুরি নিয়ে সরগরম ঝাড়গ্রাম শহর। রঘুনাথপুর এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজ শেয়ার করে হিন্দু জাগরণ মঞ্চের নেতা বাপ্পা বসাক অভিযোগ
বাঁদনা পরব চলাকালীন ঝাড়গ্রামে গরু চুরির অভিযোগে সরব হিন্দু জাগরণ মঞ্চ


ঝাড়গ্রাম, ২৫ অক্টোবর (হি.স.) : বাঁদনা পরবের আবহ শেষ হতে না হতেই গরু চুরি নিয়ে সরগরম ঝাড়গ্রাম শহর। রঘুনাথপুর এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজ শেয়ার করে হিন্দু জাগরণ মঞ্চের নেতা বাপ্পা বসাক অভিযোগ তুলেছেন, রাতের অন্ধকারে স্করপিও গাড়িতে গরু তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

অভিযোগ, সম্প্রতি শহরের বিভিন্ন অলিগলি থেকে একাধিক গরু নিখোঁজ হয়েছে। মূলত ফাঁকা জায়গায় থাকা গরুগুলিকেই টার্গেট করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত ২২ অক্টোবর রাতে এক গরু নিখোঁজ হলে মালিক ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরদিন ২৩ অক্টোবর ভোরে ভাইফোঁটার দিন ওই ঘটনাটি ঘটে বলে দাবি বাপ্পা বসাকের।

তিনি বলেন, “পুরনো মডেলের একটি স্করপিও গাড়িতে গরু চুরি করা হয়েছে। শহরের বুকে যদি এইভাবে গরু অপহরণ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বাঁদনা পরব জঙ্গলমহলের মানুষের বড় উৎসব, সেই সময় এমন চুরি স্পষ্টতই সাংস্কৃতিক ষড়যন্ত্র।”

উল্লেখ্য, এর আগেও গরু চুরির ঘটনায় লালগড় ও বেলিয়াবেড়া এলাকায় একাধিক গ্রেফতারি হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত সঞ্জয় খামরী ও সূরজ মণ্ডল ওরফে কার্গিল দু’জনই পুরনো গরু পাচারচক্রের সদস্য। তাঁরা গরু চুরি করে হাটে বিক্রি করত বলে অভিযোগ। এই ঘটনার প্রসঙ্গে ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস বলেন, “এর আগে বেশ কিছু গরু চুরির ঘটনা ঘটেছিল, যেগুলিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক ঘটনায়ও মামলা রুজু হয়েছে, খুব শিগগিরই দোষীদের গ্রেফতার করা হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande