
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : শহর জুড়ে ছট পুজোকে ঘিরে সাজ সাজ রব। ভক্তদের মধ্যেই তৎপরতা তুঙ্গে। এদিন থেকেই যদিও সূচনা হয়েছে। উপাসকদের মধ্যেই রীতি নীতি মেনেই চিরাচরিত প্রথা অনুযায়ী তা পালনের জন্য উৎসাহের অন্ত নেই। মূল পুজো সোমবার বিকেলে সূর্যোদয়ের প্রাক্কালেই অর্ঘ্য দান এবং তা পরদিন মঙ্গলবার সূর্যোদয় পর্যন্ত চলবে অর্ঘ্য প্রদান । যদিও ভক্তদের বক্তব্য, ওই পুজো মোট চারদিনের। এদিকে, এদিন দুপুরে সদলবলে মেয়র ফিরহাদ হাকিম সরেজমিন পরিদর্শনে যান। ছট পুজো উপলক্ষে গঙ্গানদীর ঘাটে পুর পরিষেবা ও প্রস্তুতি খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় এরপর তিনি সটান পৌঁছেছেন হুগলি নদীর পাড়ে। পুর কমিশনার ধবল জৈন উপস্থিত ছিলেন। প্রথমে দইঘাটে পৌঁছেছেন। নজরদারি ও প্রাথমিক আলোচনার পর সেখান থেকেই তক্তাঘাটে চলে যান তিনি। মূলত, ছট পুজো উপলক্ষে তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রস্তুতির কাজকর্ম খতিয়ে দেখেছেন। সেই সঙ্গে এদিন নদীর ঘাটে পরিষেবা সচল রাখতেই দফায় দফায় পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত